• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

নতুন কমিটি ২৪ জানুয়ারি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

 

আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা আগামী ২৪ জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া সেখানে নির্বাহী কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর মুলতবি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকরাও টুঙ্গিপাড়ায় সফরসঙ্গী হবেন। ওই দিন সকাল ৭টায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে জমায়েত হয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করবে গাড়ি।

উল্লেখ্য, এর আগে ১৮ জানুয়ারি টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল নতুন কমিটির। কিন্তু শীতের কারণে তারিখ পিছিয়ে ২৪ জানুয়ারি করা হয়। সম্পাদকমণ্ডলীর মুলতবি সভায় অন্যদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, স্বাস্খ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, মহিলা বিষয়ক সস্পাদক মেহের আফরোজ চুমকি প্রমুখ উপস্থিত ছিলেন।