• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

নখ দেখে জানুন রোগের লক্ষণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০  

শরীরে কোনও রোগ বাসা বাঁধছে কিনা, তা বলে দেয় মানুষের নখ। নখের কিছু বৈশিষ্ট জানান দেয়, শরীরে কিছু রোগের লক্ষণ। অনেক সময়ই দেখা যায়, নখে কিছু দাগ বা স্পট দেখা দিয়েছে। আপনার স্বাস্থ্য কেমন, তা জানিয়ে দেয় নখের ওপর কিছু পরিবর্তন। জেনে নিন শরীরের অসুস্থতা নিয়ে ৫টি গুরুত্বপূর্ণ তথ্য, যা নখ বলে দেয়৷

১. নখ অনেক সময় অনেকের সহজেই ভেঙে যায়৷ এ ক্ষেত্রে চিকিত্‍সা বিজ্ঞানীরা বলছেন, থাইরয়েড পরীক্ষা করান৷। ভঙ্গুর নখ অনেক সময় হাইপোথাইরয়েডিজম-এর লক্ষণ৷ এছাড়া ভিটামিন এ, ভিটামিন সি ও বায়োটিনের অভাব থাকতে পারে শরীরে৷

২. নখের নিচের অংশে অনেকের অর্ধচন্দ্রাকৃতি দাগ থাকে৷ এটি ফুসফুসের সমস্যার জানান দেয়। অর্থাত্‍ আপনার ফুসফুস বেশি অক্সিজেন রক্তে মেশাতে পারছে না৷ এই ধরনের নখের ক্ষেত্রে অনেক সময় নীলচে ভাবও দেখা যায়৷

৩. সোরিয়াসিস ত্বকের সমস্যা৷ তবে অনেকের নখেও দেখা দেয়৷ সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে নখে সোরিয়াসিস হয়৷ নখ খুবই ভঙ্গুর হয়ে যায় এ ক্ষেত্রে৷

৪. যদি দেখেন সাদা নখের উপরের ভাগে গোলাপী স্ট্রাইপ, তা হলে চিন্তার৷ এই ধরনের নখ মানে লিভারের গোলমাল৷ লিভারের আকৃতি ঠিক আছে কিনা, পরীক্ষা করানো দরকার৷

৫. নখের রং যদি ফ্যাকাসে বা হলেদেটে হয়, তা হলে তা ডায়াবিটিস হওয়ার পূর্ব লক্ষণ।