• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

দু-একদিনের মধ্যে আরো ৫০ লাখ টিকা আসবে: পাপন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’র প্রথম চালান ৫০ লাখ টিকা দুই-একদিনের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পার্কটির উদ্বোধন ছাড়াও এখানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বনাম ভারতীয় হাই কমিশন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

নাজমুল হাসান পাপন বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির তিন কোটি করোনা টিকা আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে গত ২১ জানুয়ারি ভারত সরকার বাংলাদেশকে ২০ লাখ করোনার টিকা উপহার দিয়েছে। আগামী দুই-একদিনের মধ্যেই চুক্তির প্রথম চালান ৫০ লাখ টিকা বাংলাদেশে আসবে।