• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯  

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) ২০১৯-২০ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আগামী এক বছরের জন্য সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মোঃ মাজহারুল ইসলাম সুমনকে সভাপতি এবং গণিত বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী প্রশান্ত কুমার সেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ ও ডিসিডিএস এর উপদেষ্টা অধ্যাপক নেহাল আহমেদ।

কমিটিতে অন্যান্য পদে রয়েছেন, সহ সভাপতি আশরাফ হোসেন, সালমান শাহরিয়ার সাকিব, জাকির হোসেন, যুগ্ম সম্পাদক তানভীর আহমদ সাব্বির, শিহাব আল নোমান তুষার, আরিফুল সোহান, সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম শাওন, প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, প্রকাশনা সম্পাদক আমিমুল এহসান রাহিদ, অর্থ সম্পাদক সোহেল মির্জা, লিয়াজো ও যোগাযোগ সম্পাদক মির্জা আশিক এলাহি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হাবিবুল্লাহ ইসলাম, বিতর্ক প্রশিক্ষণ সম্পাদক আলিফ আরশাদ, অনুষ্ঠান সম্পাদক শাকিল রিয়াজ শোভন, কার্যনির্বাহী সদস্য কাইয়ুম হৃদয়, চন্দন কুমার পাল, মাহমুদ রাজ, প্রান কমল বড়ুয়া জয়, মাহবুব খান, ইর্তেজা নুর আলবা, ইমতিয়াজ অনিক, নুর মোহাম্মদ।

ডিসিডিএস এর মডারেটর ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন বলেন, ‘আমি মনে করি এই কমিটি সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবে। নিকট অতীতের সকল জটিলতা কাটিয়ে উঠে ডিসিডিএস আরও গতিশীল হবে ইনশাআল্লাহ।‘

নব নির্বাচিত সভাপতি মাজহারুল ইসলাম সুমন বলেন, “ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ‘দ্রোহের অনলে পুড়ে যাক সব বাধা যুক্তি হউক পাথেয়’ এ স্লোগানকে ধারণ করে এবং যুক্তিবাদী একটি সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। ডিসিডিএস এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে”।