• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

গুজব রোধে শিবচরে মাঠ পর্যায়ে সচেতনতামূলক সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  


লবন সংকটের গুজব ছড়িয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা দ্বিগুনের বেশি দামে লবন বিক্রি করায় মাঠে নেমেছে শিবচর উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল থেকে শিবচর উপজেলায় ‘গুজব’ ছড়িয়ে অধিক দামে লবন বিক্রি শুরু করে দোকানীরা। খবর পেয়ে মঙ্গলবার বিকেল থেকেই শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে প্রশাসনের টিম বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার’ কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বিভিন্ন বাজারে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান দোকানদার, ক্রেতা ও জনসাধারণের সাথে মতবিনিময় করছেন। লবনের সংকট ও দাম বৃদ্ধির বিষয়টি সম্পূর্ন গুজব এবং এ বিষয়ে সাধারণ মানুষদের সচেতন হবে আহব্বান জানান। জনসাধ্রাণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলার বাজারগুলোতে বুধবার সারাদিন ঘুরে ঘুরে এ কার্যক্রম পরিচালনা করবেন বলে জানায় সূত্রটি।
বুধবার বেলা ১১ টার দিকে গুজব রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় শিবচরের উৎরাইল নয়াবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে। এসময় বাজারের সকল ব্যবসায়ী,গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুক্তিযোদ্ধারা, সাধারণ ক্রেতা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,‘গুজব ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। আমাদের টিম উপজেলার সকল বাজারেই ইতোমধ্যে নজরদারিতে রেখেছে।’
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন,‘গুজব ছড়িয়ে অসাধু চক্রটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। লবন সংকট বিষয়টি পুরোপুরি গুজব। বর্তমানে দেশে পর্যাপ্ত লবন মজুত রয়েছে। এমনকি শিবচরে যে পরিমান লবন মজুত আছে তাতে করে আগামী তিনমাসেরও বেশি সময় উপজেলার সকল পরিবারের চাহিদা মেটানো সম্ভব।’
তিনি আরো বলেন,‘আপনারা গুজবে কান দেবেন না। সঠিক দামে পন্য কিনবেন। আর যদি কোন ব্যবসায়ী অধিক দামে লবন বিক্রির চেষ্টা করে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’