• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে জাতীয় বীমা দিবস উদযাপিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

কালকিনি প্রতিনিধিঃ ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদারীপুরে ১ম জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে রবিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন  মাদারীপুর সংরক্ষিত আসনের মহিলা এম পি ও উপজেলা আ’লীগ সভাপতি  তাহমিনা বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা র্কমর্কতা মো শহিদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা র্কমর্কতা মাহাবুবর রহমান,পপুলার লাইফ ইন্সুরেন্স এর একক বিমা অতিরিক্ত প্রকল্প পরিচালক আজিজুল হক রাসেল সহ পপুলার লাইফ ইন্সুরেন্সসহ সরকারী বেসরকারী বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী ও সদস্য উপস্থিত ছিলেন। সভায় বীমা শিল্পের প্রসার ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।