• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে করোনা প্রতিরোধে পুলিশের মাইকিং ও লিফলেট বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  


বিশ্বব্যাপী মহামারী আকারে ছরিয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় মাদারীপুরের কালকিনি থানা পুলিশের উদ্যোগে মাইকিং ও লিফলেট বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রধান-প্রধান সড়ক ও হাট-বাজারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছিরউদ্দিন মৃধাসহ সকল পুলিশ সদস্য ও জনসাধারনকে সাথে নিয়ে এ প্রচারনা চালিয়েছেন। এদিকে এ উপজেলায় মোট ৮১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে প্রশাসন নিশ্চত করেছেন। মাইকিং ও লিফলেট বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মোঃ হারুন অর রশিদ, এস.আই মোঃ আল ইমরান, অমল কুমার রায়, প্রদীপ, কামরুজ্জামান, এ.এস.আই রাজ কুমার, সলেমান, ও অভিজিৎ প্রমুখ। প্রচারকালে বিভিন্ন মানুষের হাতে টিস্যু পেপার তুলে দেয়া হয়। এবং হাঁচি ও কাশি দেয়ার সময় বিশেষ শতর্কতা অবলম্বন করতে সকলকে পরামর্শ দেন। এদিকে এ উপজেলায় মোট ৮১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে প্রশাসন নিশ্চত করেছেন।
কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, জনসচেতনতার জন্য বেশ কয়েক দিন যাবত উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাইকিং চলছে। তবে রেড এলার্ট জারি থাকা পর্যন্ত এ মাইকিং অব্যহত থাকবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, এ উপজেলায় মোট ৮১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।