• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

 


প্রায় তিনদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ১১ টি ফেরি চলাচল শুরু করেছে। সকাল ৮ টার দিকে রোরোসহ অন্যান্য ফেরি চলাচল শুরু করে এবং সকাল ১০ টার দিকে কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি ডাম্প ফেরি ছেড়ে যায়।

এর আগে গত সোমবার সন্ধ্যা থেকে নাব্যতা সংকটের কারনে সকল ফেরি চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার দুপুর থেকে ছোট দুটি ফেরি চলাচল করেছে। ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে আটকা পরেছে সহস্রাধিক পরিবহন।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, চ্যানেলমুখে নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচল বন্ধ ছিল। গত তিনদিন ধরে ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা নিরসন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল কিছুটা উন্নতি ঘটে। '

এ নৌরুটে মোট ১৮ টি ফেরি রয়েছে। এর মধ্যে সকাল থেকে ১১ টি ফেরি চলাচল শুরু করেছে। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় ফিরে এসেছে প্রাণচঞ্চলতা। আটকে থাকা পরিবহনগুলো ধীরে ধীরে পারাপার শুরু করেছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন,'সকাল থেকে ১০ টি ফেরি চলছে। পরে আরো একটি ডাম্প ফেরিও আমরা পরিবহন লোড করে ছেড়েছি। ডাম্প ফেরি ঠিকমত চলাচল করতে পারলে সকল ফেরিই চলবে আশা করি।'