• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

করোনায় আক্রান্ত নন বিপ্লব বড়ুয়া

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ জুন ২০২০  

করোনায় আক্রান্ত নন বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গণমাধ্যমে যে সংবাদটি প্রকাশ পেয়েছে তা সঠিক নয়। তবে তার ব্যক্তিগত গাড়িচালক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বর্তমানে তিনি গণভবন সংলগ্ন সরকারি কোয়ার্টারে আইসোলেশনে আছেন।

এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জানাজা এবং দাফনকার্যে অনেক মানুষের সংস্পর্শে আসায় ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আলাদা থাকবেন।

তবে কয়েকটি গণমাধ্যমে শুক্রবার (২৬ জুন) দুপুরের পর থেকেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য মন্ত্রী হাছান মাহমুদের বরাত দিয়ে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন বিপ্লব বড়ুয়া। তবে বিষয়টি সঠিক নয়।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ছোট ভাই চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘বিপ্লব দাদার করোনা হয়নি। তিনি বাসায়ই আছেন। তবে তার গাড়ি চালক করোনায় আক্রান্ত হয়েছেন এবং তিনি চিকিৎসা নিচ্ছেন।’