• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

করোনাভাইরাস: বাংলাদেশকে ৫০০ কিট দিল চীন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

 

করোনাভাইরাস পরীক্ষার জন‌্য বাংলাদেশকে ৫০০ কিট দিয়েছে চীন।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীন সরকারও শুভেচ্ছা স্বরূপ বাংলাদেশকে ৫০০টি টেস্টিং কিট আজকে আমাদের দিয়েছে। আমাদেরও নিজস্ব প্রায় ২ হাজারের কিট রয়েছে। চীন আরও ৫০০টি দিচ্ছে।  কিটের কোনো অভাব হবে না।’

তিনি বলেন, ‘একটি কিট দিয়ে একজনকেই পরীক্ষা করা যাবে। এখনকার জন্য এই কিটই যথেষ্ঠ, এছাড়া আরও কিট পাইপলাইনে আছে। আমরা এ পর্যন্ত ৭৯ জনের (করোনাভাইরাস আছে কিনা) পরীক্ষা করেছি।’

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘চীনের সর্বাধুনিক প্রযুক্তিতে কিটগুলো তৈরি। খুব অল্প সময়ের মধ্যে এই কিটগুলো দিয়ে করোনাভাইরাস আক্রান্তদের শনাক্ত করা সম্ভব।’

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।