• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

করোনা রোগীর সহায়তায় বিমানবাহিনীর জরুরি পরিবহন সেবা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ আগস্ট ২০২০  

করোনাভাইরাস আক্রান্ত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. রিজওয়ানুলকে রোববার জরুরিভিত্তিতে বগুড়া হতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ সহায়তা প্রদান করে আসছে। ‘ইলেক্ট্রো সিভিল পাওয়ার' এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের প্রয়োজনীয় দিকনির্দেশনায় মেডিকেল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হচ্ছে। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।