• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে অপপ্রচারের অভিযোগে সাদ্দাম হোসেন অভি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ পুলিশ। সাদ্দাম হোসেন মুক্তিযদ্ধ মঞ্চের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। মানিকগঞ্জ জেলা পুলিশের ডিএসবির সিনিয়র এএসপি হামিদুর রহমান সিদ্দিকী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত যুবক হোসেন দৌলতপুর উপজেলার বাচামারা উত্তরখন্ড গ্রামের নওশের আলম ছেলে।

ডিএসবির সিনিয়র এএসপি হামিদুর রহমান সিদ্দিকী নিয়েছেন, সাদ্দাম হোসেন অভি নামের ওই যুবক তার ফেসবুক আইডির (Engr Saddam Hossain Ovi) মাধ্যমে ২০ মার্চ ‘মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  ১ জনের মত্যু ও ৩ জনকে ঢাকায় স্থানান্তর, সুত্র: হাসপাতাল এর ডাক্তার’ এই ধরনের একটি মিথ্যা তথ্য পোস্ট করে।

এর প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা বাজার থেকে তাক আটক করে পুলিশ। শনিবার  দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আএন মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দ করলে অভি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও  দেয়।