• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কবরস্থানে ছায়ামূর্তি, গুগল ম্যাপে ধরা পড়ল ভূতের হাড়হিম করা ফুটেজ!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯  

ভূত আছে কী নেই, সেই নিয়ে তর্ক-বিতর্কর শেষ নেই! কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে আর সেখানে দেখা যাচ্ছে কবরস্থানে রহস্যময় চরিত্র ঘুরে বেরাচ্ছে।

কিন্তু গুগল ম্যাপ-এই ফুটেজ দেখে সোশ্যাল অডিয়েন্সদের দাবি রহস্যময় চরিত্রগুলো কেউ নন, স্বয়ং ভূত! আবার অনেকেই সেখানে দাবি করেছে কবরস্থানে এমন কিছুই নেই।

টেক্সাস-এর মারঠা চ্যাপেল সিমেট্রি। লম্বা লম্বা পাইন গাছে মোড়া। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একটি বাচ্চা মেয়ে গাছের পিছনে থেকে উঁকি মারছে। তার পিছনে দাঁড়িয়ে রয়েছে একটি লম্বা মূর্তি। তিনি পুরুষ কী মহিলা, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ চরিত্রটির আগাগোড়া আলখাল্লায় মোড়া। 

অনেকে আবার মনে করছেন করছেন, মেয়েটি ভূত নয়। হয়তো খেলতে খেলতে গোরস্থানে ঢুকে পড়েছে। তারপর ভয় পেয়ে গিয়ে গাছের আড়ালে লুকিয়েছে। কিন্তু তার পিছনে দাঁড়িয়ে থাকা আপাদমস্তক আলখাল্লায় মোড়া চরিত্রটি যে ভূত ছাড়া আর কেউ নন, সে কথা অনেকেই বলছে। আবার অনেকেই এসব এডিটেট বলে মন্তব্যও করছে।