• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ঈদের আগেই বেতন হচ্ছে নতুন এমপিওভুক্ত শিক্ষকদের

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ মে ২০২০  

 

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা ঈদের আগে দেওয়া হবে বলে জানা গেছে। এ লক্ষ্যে জরুরি এমপিও সভা ডেকেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষক কর্মচারীদের সরকারি অংশ (এমপিও) প্রদান বিষয়ে আগামী শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ মে) মাউশি থেকে এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে।

ওই নোটিশে বলা হয়, ‘এমপিও আবেদন অনুমোদনের নিমিত্তে করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ এমপিও সভা ডাকা হয়েছে। এতে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সঙ্গে এনটিআরসিএ, ব্যানবেইস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের কর্মকর্তারা সংযুক্ত হবেন।’

‘এছাড়া সভার সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ যথাসময়ে সংযুক্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের ই-মেইল ঠিকানায় যথাসময়ে একটি লিঙ্ক পাঠানো হবে।’
সভায় নতুন এমপিওভুক্ত ও এমপিও স্তর পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এমপিও’র বিষয়ে আলোচনা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।