• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

হারা ম্যাচে জোড়া আক্ষেপ বাংলাদেশের

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ জুলাই ২০২২  

ওয়েস্ট ইন্ডিজ সফরে হারের বৃত্তে আটকা পড়েছে বাংলাদেশ দল। টেস্টে হোয়াইটওয়াশের পরে বৃষ্টির কারণে ফল হয়নি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। তবে দ্বিতীয় ম্যাচে আর নামেনি বৃষ্টি, বাঁচতে পারেনি বাংলাদেশ দল। স্বাগতিকদের কাছে টাইগাররা হেরে গেছে ৩৫ রানে।

রভম্যান পাওয়েলের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ১৯৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সাকিব আল হাসানের ধীর ফিফটির পর শেষ দিকের ঝড়ে ১৫৮ রান পর্যন্ত যেতে পেরেছে বাংলাদেশ। এই হারের পর দুই আক্ষেপের কথা শোনালেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানালেন, সাকিবের সঙ্গে অন্য ব্যাটাররা সামনে এগিয়ে এলে হয়তো ফল অন্যরকম হতেও পারতো। এছাড়া বোলিংয়েও বাড়তি রান দিয়ে ফেলার আক্ষেপ টাইগার অধিনায়কের। লক্ষ্য আরেকটু কম হলে কাজ সহজ হতো মনে করেন মাহমুদউল্লাহ।

তিনি বলেছেন, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। আফিফ-সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল।

‘তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো। আমরা যেখানে বল করতে চেয়েছি, সেখানে বল করতে পারিনি। পরিকল্পনা অনুয়ায়ী বোলিং হয়নি। ১৯০ রান যখন তাড়া করবেন তখন ভালো একটা শুরু খুবই গুরুত্বপূর্ণ।’

ব্যাটিংয়ের শুরুটা ভালো না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওখানেই আমরা কিছুটা পিছিয়ে পড়ি। যেহেতু ওপেনিংয়ে আমরা ধারাবাহিক পারফরম্যান্স পাচ্ছি না সে জন্য একটু অদল-বদল অনেক সময় হতেই পারে। আমার মনে হয় দল হিসাবে আমরা ভালো খেলতে পারছি না। সেটারই প্রভাব পড়ছে সবকিছুতে।’