• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

সাবেক জাতীয় ফুটবলার হেলাল আর নেই

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ মে ২০২০  

সাবেক জাতীয় ফুটবলার গোলাম রাব্বানী হেলাল মারা গেছেন। তিনি শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর সোয়া ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

গত বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল। পরে সেখানে তাকে ভর্তি করা হয়। তিনি স্ট্রোক করেছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এছাড়া তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। ব্যাংককের হাসপাতালে এই রোগের চিকিৎসাও নিয়েছেন তিনি। তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হতো।

উল্লেখ্য, গোলাম রাব্বানী হেলাল ১৯৭৫-১৯৮৮ পর্যন্ত ঢাকা আবাহনীর খুবই পরিচিত মুখ ছিলেন। মাঝে আড়াই মাস বিজেএমসিতে কাটানো ছাড়া ক্যারিয়ারে পুরো সময়ই ছিলেন আবাহনী ক্লাবেই।

খেলা ছেড়ে আবাহনীর পরিচালক হয়েছেন। একই ক্লাবের ফুটবল দলের নানা দায়িত্ব পালন করেছেন।

১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দিয়ে জাতীয় পর্যায়ে খেলা শুরু। পরের বছর মূল জাতীয় দলে খেলা শুরু করেন। মাঝে বিরতি পড়লেও খেলেছেন ১৯৮৫ পর্যন্ত। ১৯৭৮ লিগে ওয়ারীর কাছে দুবার হেরেছিল আবাহনী। পরের বছরই হেলাল হ্যাটট্রিক করেন ওয়ারীর বিপক্ষে। হেলাল বাফুফের নির্বাহী কমিটির সদস্য হন ২০০৮ সালে।