• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

তারেকের কর্মকাণ্ডে ক্ষুব্ধ খালেদা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মকাণ্ডে ক্ষুব্ধ দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ে। এ কারণে তারেককে বাদ দিয়েই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা।

তিনি বলেন, বিএনপির সব নেতাই তারেক রহমানের নির্দেশে এতদিন দলীয় কর্মসূচি চালিয়ে এসেছেন। কিন্তু এতে ভালো কোনো ফলাফল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি আমাদের বলেছেন- ‘আপনারা দলকে বিচ্ছিন্ন করে ফেলছেন। আপনাদের নিজেদের মধ্যেই সমন্বয় নেই। এমনভাবে কাজ করবেন যেন সামনের নির্বাচনে ভালো কিছু হয়।’

খালেদা জিয়া আরো বলেছেন, ‘বিদেশে বসে দেশে রাজনীতি করা যাবে না। তারেক জেল খাটার ভয়ে দেশে আসে না, আপনারা ওকে রেখেই দল গোছান। আমার ছেলে শুধু রাজনীতি থেকে ফায়দা লুটতে চায়, কষ্ট ভোগ করতে চায় না।’

বিএনপির আরেকটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার আর দলকে সামনে এগিয়ে নেয়ার মতো সক্ষমতা নেই। দলের অনেকেই তার পক্ষে রাজনীতি করতে চায় না। তারা তারেক রহমানের নেতৃত্বেই রাজনীতি করতে চায়।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিএনপির অনেক নেতাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া বর্তমানে বিএনপির যে অবস্থা- এতে তারেক রহমানকে নেতৃত্ব দিলে দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাওয়াও কঠিন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিএনপিকে অভ্যন্তরীণ কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে।