• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বগুড়া জেলা বিএনপিতে বিশৃঙ্খলা প্রকাশ্যে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২  

বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা মানছেন না বলে অভিযোগ উঠেছে। ফলে জেলাব্যাপী দলীয় কার্যক্রম পরিচালনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা।

জানা গেছে, জেলার শাজাহানপুর উপজেলার খরনা ইউপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল বাশার। গত ৩০ জুন সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডলের বাড়িতে হামলা-ভাঙচুর করেন তিনি ও তার সহযোগীরা। এ সময় আব্দুল হাকিমকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে আবুল বাশারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ে জবাব না দিলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে ঐ নোটিশে উল্লেখ করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা এবং একজন সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ দুইজন যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত কারণ দর্শানোর ঐ নোটিশ আবুল বাশারের কাছে পাঠানো হয়েছে।

শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডল জানান, গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শাজাহানপুর উপজেলার খরনা ইউপি বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশৃঙ্খলা করেন আবুল বাশার।

আবুল বাশারকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম।