• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: হানিফ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে  আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তার নেতেৃত্বেই সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবো।

শনিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগরে শেখ হাসিনা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, স্বাধীনতার ৫০ বছরে আজ আমরা দেখি স্বাধীনতা বিরোধী শক্তিদের আস্ফালন। তারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধীতা করেছে, সংবিধানের বিরোধীতা করেছে। তিনি বলেন, যারা জাতীয় সংগীত গায় না, জাতীয় পতাকাকে সম্মান করে না, তাদের স্বাধীন বাংলাদেশে নাগরিক হিসেবে থাকার অধিকার নেই। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসে আমরা পরিষ্কার করে বলতে চাই- যারা সংবিধান মানবে, স্বাধীনতায় বিশ্বাস করবে, জাতীয় পতাকাকে সম্মান করবে, জাতীয় সংগীত গাইবে, শুধু তারাই এদেশে বসবাস করার অধিকার রাখবে।

তিনি আরো বলেন, যেভাবে এগিয়ে যাচ্ছে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বর্তমানে ৭১ এর পরাজিত শক্তি দেশের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে ব্যর্থ রাস্ট্র বানাতে তারা বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। 

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুরের ডিসি ড. মুনসুর আলম খান প্রমুখ।