• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে উদ্বোধন হল ৮৮০টি সিসি ক্যামেরা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের শিবচর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে এ কার্যক্রমের ঘোষণা দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ উপলক্ষে স্মার্ট উপজেলার ১টি পৌরসভা, ৯টি ওয়ার্ড, ১৭টি মহল্লা, ১৯টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে ৮৮০টি সিসি ক্যামেরা বসানো হয়।
এ সময় সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছেন। আমরা ২০৪১ সালের মধ্যেই আমরা স্মার্ট বাংলাদেশে যাবো। যা প্রথমেই শিবচর থেকে শুরু হতে যাচ্ছে। শিবচর মাদারীপুরের একটি উপজেলা হয়ে উন্নয়নের যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা অন্য উপজেলাগুলোর জন্য রোল মডেল হয়ে থাকবে। এখানে স্মার্ট ব্যবসা করার অনুকূল পরিবেশ আছে। সকল উদ্যোক্তাকে তিনি শিবচরে বিনিয়োগ করার জন্য অনুরোধও জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে স্মার্ট শিবচরের কার্যক্রম আজ উদ্বোধন হলো। শিবচরই বাংলাদেশের প্রথম কোন উপজেলা যেখানে পুরো এলাকাটি আমরা ৮৮০টি সিসি ক্যামেরা দিয়ে একটি ডিজিটাল নেটওয়ার্কে মধ্যে আনা হলো। এই উপজেলার যেকোন ঘটনা যেকোন কিছু সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যাবেক্ষণ করতে পারবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক,  যশোর-৩ সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম প্রমুখ।