• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

কালকিনিতে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৫

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩টি ছুরি ও ১টি চাপাতিসহ উদ্ধার করা হয়। রোববার দুপুরে কালকিনি থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো পুলিশ। এরপর গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার সাঘাটা থানার ধনারুহা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. রিপন মিয়া (১৮), পটুয়াখালীর সদর উপজেলা লাকাঠি কিসমত এলাকার জসিম হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার (১৮), নারায়নগঞ্জর ফতুল্লা থানার রুবেল মিস্ত্রীর ছেলে মো. ইশান মিস্ত্রি (১৮), মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী এলাকার লুৎফর সরদারের ছেলে মো. সাকিল সরদার (২৪) ও মুন্সিগঞ্জর শ্রীনগর থানার বিক্রমপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সেতু (১৯)।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ভোর ৫টার দিকে কয়েকজন যুবক উপজেলার মিয়ারহাট বাজার থেকে একটি ইজিবাইক ভাড়া নিয়ে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলেন। পথে একটি ফাঁকা রাস্তায় চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইকটি ছিনতাই করার চেষ্টা করে। এ সময় ইজিবাইক চালক বাঁধা দিতে গেলে ডাকাত দলের সদস্যরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। চালকের আত্মচিৎকারে স্থানীয় লোকজন দ্রুত চলে আসে এবং পাঁচ ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ডাকাতরা তাদের অভিযোগ স্বীকার করেছেন। তারা মূলত একটি ইজিবাইক ছিনতাই করার চেষ্টা করছিল। স্থানীয়দের কারণে সেটা তারা করতে পারেনি। ৫ ডাকাতের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা হয়েছে। তারা আন্তঃজেলার ডাকাত দল সদস্য। এই চক্রে আরও যারা জড়িত তাদের ধরতে পুলিশ কাজ করছে।’