• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে ইজিবাইক চুরির সময় আটক-২

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২  

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের রাজৈরে ইজিবাইক চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার ভেন্নাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, কোটালীপাড়া থানার সাদুল্লাপুর থেকে ইজিবাইক চুরি করে পালাচ্ছিল দুই চোর। এসময় স্থানীয়রা টেরপেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে রাজৈরের ভেন্নাবাড়ি এলাকায় আসলে টহলরত পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। এসময় উত্তেজিত জনতা তাদের উত্তম মাধ্যম দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। আটকৃতরা হলেন, নরসিংদীর কাউরিয়াপাড়ার ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া( ৩৫) ও ফরিদপুরের কোতোয়ালির শিবরামপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে রিপন হোসেন (২৩)। ইজিবাইক মালিক রনোদা বল্লব জানান, গভীর রাতে আমার ইজিবাইকটি ঘরের উঠোনে না দেখে খুজতে বের হই। এসময় ইজিবাইকটি রাজৈরের দিকে যেতে দেখে আমরা মোটরসাইকেল দিয়ে তাড়া করি। পরে রাজৈর থানায় ফোন দিলে পুলিশ তাদের আটক করে।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, পুলিশের পাহাড়ায় দুই চোরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাদের আদালতে জেল হাজতে প্রেরণ করা হবে।