• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে দূর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসনের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ন ভাবে উদযাপন উপলক্ষ্যে পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবচর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিকেলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নের্তৃবৃন্দসহ বিভিন্ন মন্ডপের পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ উপজেলাজুড়ে সিসিটিভি স্থাপন করায় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজারীরা। এদিকে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, ভ্রাম্যমান আদালত, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এদিকে উপজেলার ৫৯ টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে। দূর্গাপূজাকে ঘিরে চলছে ব্যপক প্রস্তুতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ওসি মো. মিরাজ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারন সম্পাদক শংকর ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি স্বপন রায়, প্রেস ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

এরপর সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নের্তৃবৃন্দসহ বিভিন্ন মন্ডপের পূজারীবৃন্দের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদসরা উপস্থিত ছিলেন।