• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে বাল্য বিবাহ বন্ধ করে দিল প্রশাসন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর ও কনের পরিবারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা সহকারি কমিশন ভূমি (ম্যাজিস্ট্রেট) মোঃ ইমরান খাঁন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ওই স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। একই এলাকার নুর ইসলাম বেপারীর ছেলে বর রুবেল বেপারী ও তার সঙ্গীরা বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশন ভূমি (ম্যাজিস্ট্রেট) মোঃ ইমরান খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে হাজির হন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ওই বাল্য বিয়ে করতে আসার দায়ে ১০ হাজার ও কনের পরিবারকে স্কুলছাত্রীর বিয়ে দেয়ার আয়োজন করায় ১৫ হাজার টাকা জরিমানা করেন।
 

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশন ভূমি (ম্যাজিস্ট্রেট) মোঃ ইমরান খাঁন বলেন, বাল্য বিয়ে করতে আসার দায়ে বরকে ১০ হাজার ও কনের পরিবারকে স্কুলছাত্রীর বিয়ে দেয়ার আয়োজন করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।