• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ বিষয় নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে কোনো জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারবে না। তাই এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। তাই মাদক থেকে নিজে বাচুঁন অন্যকে বাচঁতে উৎসাহী করুন। মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজসহ সকলকে রক্ষায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বায়ন জানান বক্তারা।

সভায় উপজেলা কালকিনি নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌরসভার মেয়র এস এম হানিফ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আসলাম হোসেন, কালকিনি  থানার ওসি মো. শামীম হোসেন ও সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহিম মুরাদ প্রমুখ।