• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে মাদরাসার নতুন ভবন উদ্বোধন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ জুন ২০২২  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল মহিলা দাখিল মাদরাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার(১১ জুন) সকাল দশটার দিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি মাদরাসার চার তলা বিশিষ্ট নতুন ভবনটির উদ্বোধন করেন। 

জানা গেছে, শিবচরের উৎরাইল চৌধুরী বাড়ির সাবেক অতিরিক্ত সচিব মরহুম গোলাম মওলা চৌধুরী এর নামে উৎরাইল মহিলা দাখিল মাদ্রাসায় ৪ তলা বিশিষ্ট একটি আধুনিক একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন হয়। মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফা খানম চৌধুরীর সভাপতিত্বে এবং সহিদুজ্জামান সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শবনম জাহান শিলা।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, বিশিষ্ট পুষ্টিবিদ তামান্না চৌধুরী, সোস্যাল মার্কেটিং কোম্পানির প্রধান নির্বাহী আলী রেজা খান, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সাবেক বোর্ড কন্ট্রলার মোসলেহ আলম চৌধুরী প্রমূখ।

মাদরাসা সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উৎরাইল ফরাজী বাড়ির আব্দুল আজিজ ফরাজীর সন্তান ফিরুজ ফরাজী নিহত হন। নিহতের স্মরণে তার পিতা একটি মক্তব প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে নিহতের চাচা মাওলানা আব্দুস সালাম সেই মক্তবকে উৎরাইল মহিলা দাখিল মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা করেন। মাদরাসার জন্য ফরাজী বাড়ির ৪০ শতাংশ জায়গা দান করেন তারা।

মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান হওয়ায় জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীকে ধন্যবাদ এবংআধুনিক ভবন পাওয়ায় আমরা আনন্দিত এবং গর্বিত।