• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

`রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা বিশ্ব মুসলিমকে নেতৃত্ব দিয়েছেন`

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২  

শিবচর প্রতিনিধি :

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন,'রোহিঙ্গাদের বিপদের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। সারাবিশ্বে অনেক ধনী মুসলিম রাষ্ট্র রয়েছে। ভৌগলিকভাবেও বড় অনেক রাষ্ট্র আছে। কিন্তু তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি । ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মুসলিমকে নেতৃত্ব দিয়েছেন।'

শুক্রবার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে শিবচরের বাহাদুরপুরে হাজী শরিয়তউল্লাহ(রহ.) এর আস্তানায় ৩ দিনব্যাপী বিশাল ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ আরও বলেন, 'বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছে। তিনি প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মান করে দিচ্ছেন। যেখানে পাঠাগারসহ লেখাপড়ার ব্যবস্থা থাকবে।  আমাদের এলাকার মসজিদ মাদ্রাসাগুলোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মানুষের প্রতি আমাদের ভালবাসা আছে। বঙ্গবন্ধু ও আমাদের জননেত্রীর যে স্বপ্ন সেই উন্নত বাংলাদেশ দ্রুতই বাস্তবায়ন হবে।'

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খানসহ অন্যরা।

মাহফিল পরিচালনা করেন গদিনীশিন পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। শুক্রবার জুমার নামাজে ঢল নামে লাখো মুসল্লীর। কানায় কানায় পূর্ন ছিল আশে পাশের এলাকা।