• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচ‌রে কৃষক‌দের মা‌ঝে বীজ ও সার বিতরণ শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে  ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাদারীপু‌রের শিবচ‌রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ ও সার বিতরন কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে।

আজ বৃহস্প‌তিবার সকা‌লে ২হাজার ৫শত প্রা‌ন্তিক কৃষক‌দের মা‌ঝে স‌রিষা বীজ বিতরন ক‌রেন উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা। পর্যায়ক্রমে কৃষক‌দের মা‌ঝে গম, হাই‌ব্রিড ভূট্টা, হাই‌ব্রিড সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, শীতকালীন মুগ, মসুর, খেসারীর বীজ বিতরন করা হ‌বে। মোট ৬হাজার ১শত কৃষক‌দের মা‌ঝে এই বীজ ও সার বিতরন করা হ‌বে।

অনুষ্ঠা‌নে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার  মোঃ আসাদুজ্জামান এর সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি ‌হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম‌্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা। বিশেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিএম আতাউর রহমান, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান ফাহিমা আক্তার, কৃ‌ষি কর্মকর্তা অন‌ুপ রায়, ভান্ডারীকা‌ন্দি ইউ‌পি চেয়ারম‌্যান আবুল কালাম চোকদার প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

কৃ‌ষি কর্মকর্তা অনুপম রায় জানান, ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে  ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ ও সার বিতরন শুরু করা হয়। আজ প্রথম দি‌নে ২হাজার ৫শত কৃষক‌দের মা‌ঝে স‌রিষা বীজ বিতরন করা হ‌য়ে‌ছে। পর্যায়ক্রমে গম, হাই‌ব্রিড ভূট্টা, হাই‌ব্রিড সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, শীতকালীন মুগ, মসুর, খেসারীর বীজ বিতরন করা হ‌বে। মোট ৬হাজার ১শত কৃষক‌দের মা‌ঝে এই বীজ ও সার বিতরন করা হ‌বে।