• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। 'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস-অদম্য আত্মবিশ্বাস'এই প্রতিপাদ্যের আলোকে দিবসটি পালন করা হয়।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে দিবসটি উপলক্ষে শিবচর উপজেলা  প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় শিবচর উপজেলা পরিষদের সামনে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে শহীদ শেখ রাসেল এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।

পরে শিবচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান,শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।

এসময় শিবচর উপজেলা পরিষদ ও প্রশাসনের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে দিবসটি।