• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে আরো ৭ জেলের কারাদণ্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে ইলিশ শিকারের অপরাধে ৭ জেলেকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার(১১ অক্টোবর) ভোর থেকে দুপুর ১ টা পর্যন্ত শিবচরের কাঁঠালবাড়ী, চরজানাজাত, বন্দরখোলা ইউনিয়নের পদ্মানদী থেকে ৮ জেলেকে আটক করে পুলিশ। পরে ৭ জনকে ১ বছর করে কারাদন্ড এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।  এসময় ১০ কেজি ইলিশ ও ১৭ হাজার ৭ শত মিটার জাল জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান সোমবার দুপুর পর্যন্ত চালায় ভ্রাম্যমান আদালত ও শিবচর থানা পুলিশের একটি টিম। এসময় পদ্মা নদীতে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় ৮ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ৭ জনকে এক বছর করে সাজা প্রদান ও ১ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস  ও জব্দকৃত মাছ নিকটস্থ এতিম খানায় বিতরন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসান বলেন, ‘আমরা প্রতিদিনই অভিযান চালাচ্ছি। যাদেরকেই মাছ ধরা অবস্থায় নদীতে পাওয়া যাচ্ছে তাদের আটক করা হচ্ছে।'