• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মুজিববর্ষ উপলক্ষে বিশাল নৌকাবাইচ অনুষ্ঠানে শাজাহান খান এমপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট কুমার নদে এক বিশাল নৌকাবাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে এই নৌকা বাইচের প্রতিযোগিতা উপভোগ করেন সাধারণ মানুষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকাবাইচে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মাদারীপুর-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

এ নৌকাবাইচে ঢাকা, যশোর, গাজীপুর, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কাতান, ছাইতান সরেঙ্গা, ছিপ, বাছারি নৌকাসহ ছোট বড় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহন করে। আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে লাখো প্রাণের আনন্দে কুমার নদের প্রায় ২ কিলোমিটার এলাকাজুঁড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই টেকেরহাটে উৎসুক জনতা জড়ো হতে থাকেন। এ সময় নদের দুই পাড়ে মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়। তাদের আনন্দ-উল্লাসে মুখরিত ছিল চারপাশ। তবে নারীদের উপস্থিত ছিল চোখে পড়ার মত। লক্ষাধিক মানুষের উপস্থিতে এ নৌকাবাইচ সম্পন্ন হয়। 

স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্বাস মুন্সীর পরিচালনায় নৌকাবাইচ শেষে স্থানীয় সংসদ সদস্যের রাজৈর প্রতিনিধি আ. ফ. ম ফুয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সাংসদ সদস্য শাজাহান খান এমপি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক, শিল্পপতি শাহীন চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন শাহ, জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, জেলা পরিষদের সদস্য নূর জাহান পারুল, উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন, কাউন্সিলর সাগর আহমেদ উজির, আওয়ামীলীগ নেতা আব্বাস মুন্সী প্রমুখ।