• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে শেষ হলো মেয়েদের ১৫ দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণ ক্যাম্পেইন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈরে মেয়েদের কাবাডি প্রশিক্ষণ ক্যাম্পের সমাপানি ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান এমপি প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন। সনদ বিতরণ অনুষ্টানের সভাপতিত্ব করেণ মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহায়তায় জেলা ক্রীড়া সংস্থা এ ক্যাম্পের আয়োজন করে। ১৫দিন ব্যাপী এই ক্যাম্পে দুইশত মেয়ে খেলোয়াড় অংশ নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

এ ক্যাম্পের সমাপনীও সনদ বিতরণী অনুষ্ঠানে এ সময় অন্যান্যরমধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওবাইদুর রহমান, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান,মাদরীপুর জেলা ক্রীয়া অফিসার বকতিয়ার আহম্মেদ, রাজৈর থানার অফিসার ইনর্চাজ শেখ সাদী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, রাজৈর উপজেলা শ্রমীক লীগের সভাপতি শাহাবুদ্দিন শাহাসহ রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।