• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী পালন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ আগস্ট ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার(৮ আগস্ট) সকালে শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শিবচর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ বি‌ভিন্ন সাম‌া‌জিক ও রাজ‌নৈ‌তিক সংগঠন।

পরে উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা ম‌হিলা বিষয়ক দপ্তরের আ‌য়োজ‌নে উপ‌জে‌লা পরিষদ সম্মেলন ক‌ক্ষে আলোচনা সভা, সেলাই মে‌শিন বিতরণ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। 

শিবচর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, শিবচর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খান (তোতা) সহ অন্যরা।

আলোচনা সভা শেষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও অনুদানের চেক দেওয়া হয়।