• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে তিন হাসপাতালে ১৫ হাজার টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ মে ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় লাইসেন্স বিহীন হাসপাতাল পরিচালনা ও পরিস্কার পরিছন্নতা না থাকায় রোববার দুপুরে টেকেরহাট হেলথ কেয়ার, এ্যাপোলো হাসপাতাল এবং ইউ.কে হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির জানান, ক্লিনিক বা প্রাইভেট হাসপাতালগুলোকে সরকারের নীতিমালার মধ্যে ফিরিয়ে আনতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।