• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ফেরিঘাটে কমতে শুরু করেছে ঢাকাগামী যাত্রীদের চাপ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ মে ২০২১  

শিবচর প্রতিনিধিঃ দুপুরের পর থেকে ঢাকাগামী যাত্রীদের চাপ কিছুটা কমে এসেছে শিবচরের বাংলাবাজার ঘাটে। দেখা যাচ্ছে, কখনো যাত্রীদের চাপ বাড়ছে আবার কখনো কমছে। বৃস্পতিবার দুপুরের পর থেকে দেখা গেছে এই চিত্র। ধীরে ধীরে যাত্রীদের চাপ আরো কমে আসবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট। ঈদের সপ্তম দিনে বৃহস্পতিবার সকালের দিকে যাত্রীচাপ বেশি দেখা গেলেও দুপুর থেকে চাপ কিছুটা কমতে শুরু করে। এক সাথে অধিক পরিমান যাত্রী দেখা গেলেও ফেরি ছেড়ে যাওয়ার পর ঘাট এলাকা আবার ফাঁকা হয়ে যাচ্ছে।

বিশেষ করে ঈদের একদিন আগে এবং ঈদের পরের দিন যারা বাড়ি ফিরেছিলেন তাদের বেশির ভাগই এখন রাজধানী ঢাকায় ফিরছে। এবং এদের সংখ্যাও খুব বেশি নয় বলে ঘাট সূত্রে জানা গেছে। আর একারনেই যাত্রীদের ভিড় কিছুটা কমে আসছে।

সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে শিবচরের বাংলাবাজার ঘাটে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী যাত্রীদের চাপ সহনীয় পর্যায়ে রয়েছে। ফেরি ছেড়ে গেলে ঘাট এলাকা যাত্রীশূন্য হয়ে পরছে।দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীদের একযোগে আসা কমে যাওয়ায় ঘাটে ভিড়ের মাত্রাও সময় অনুযায়ী বাড়ছে আবার কমছে। হন পরিবহন বন্ধ থাকায় বেশির ভাগ যাত্রী মাইক্রোবাস, থ্রি-হুইলার ও মোটরসাইকেলযোগে বাংলাবাজার ঘাটে আসছেন। মাইক্রোবাস চালকেরা জানিয়েছেন, গতকালকের তুলনায় বৃহস্পতিবার যাত্রীদের সংখ্যা কম। বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, বরগুনাসহ দক্ষিনাঞ্চলের জেলার যাত্রীরা ঈদের পর পরই ঢাকায় ফিরে গেছে। এখন আশেপাশের জেলার লোকজন যাচ্ছে।

এদিকে বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটে যাত্রীচাপ বেশি থাকায় ১৮ টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে যাত্রী নামিয়ে দ্রুততার সাথেই আবার বাংলাবাজার ঘাটে ফিরে আসছে ফেরিগুলো। এতে করে বাংলাবাজার ঘাট এলাকায় যাত্রীদের দূর্ভোগ কমেছে।

শিবচর থেকে ঢাকাগামী যাত্রী মো. শহিদ বলেন,'ফেরিতে ভিড় তেমন দেখছি না। পদ্মা পার হতে কিছুটা স্বস্তি পাবো। ভেবেছিলাম প্রচুর ভিড় হবে। এখন দেখছি ভিড় কমে এসেছে।'

সোহানা আক্তার বলেন,'ভিড় কিছুটা কম। তবে গরমে কষ্ট হচ্ছে। নদীর পাড়েও বাতাস নেই!'

বাংলাবাজার ঘাটে দায়িত্বরত নৌপুলিশের সদস্যরা জানান,'ফেরিতে অধিক সংখ্যক যাত্রীর নিয়ে যাতে গাদাগাদি না হয় সেদিকে বিশেষ সতর্কতা করে দিয়েছেন জেলা পুলিশ সুপার মহোদয়। ফেরিতে সহনীয় পর্যায়ে যাত্রী উঠানো হলেই ফেরির ডালা (গাড়ি উঠানোর পথ) বন্ধ করার নির্দেশ দেয়া হচ্ছে এবং ফেরিটিকে দ্রুত ঘাট ত্যাগ করার জন্য বলে দেয়া হচ্ছে। সকালে যাত্রীদের চাপ দেখা গেলেও দুপুরের পর তা কমতে শুরু করেছে। এক যোগে যাত্রীদের ভিড় তেমন নেই।'

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন,'বৃহস্পতিবার সকালে যাত্রী চাপ বেশি থাকলেও দুপুরের পর কিছুটা কমেছে। ক্ষনে ক্ষনে যাত্রীদের সংখ্যা বাড়ে আবার কমে যায়। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় দূর্ভোগ নেই যাত্রীদের।'