• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে অবৈধ সিসা কারখানায় অভিযান, এক লক্ষ টাকা অর্থদণ্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সিসা কারখানার মালিককে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। শুক্রবার বিকেলে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ এলাকায় শাওন ব্যাটারী নামে একটি সিসি কারখানায় পুরাতন ব্যাটারি কিনে তার মধ্যে থেকে সিসা বের করে সেটা গলিয়ে বড় বোলের মত এক একটা পাটা তৈরি করছে। যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। বিষয়টি স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে জানালে সরেজমিনে কারখানাটিতে অভিযানে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানা থেকে অনেকগুলো সিসার তৈরি বোল জব্দ করা হয়। এরপরে কারখানার মালিক ফারুক সরদারকে কারখানা স্থাপনের পক্ষে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র দেখাতে চাইলে তিনি কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়।

এ সম্পর্কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, আমরা হবিগঞ্জের ফারুক সরদারের ওই সিসা কারখানায় অভিযান চালাই, এ সময় কারখানার মালিক ফারুক সরদারকে কারখানা স্থাপনের পক্ষে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র দেখাতে বললে সে কিছুই দেখাতে পারে নি। সে পুরাতন ব্যাটারি কিনে তার মধ্যে থেকে সিসা বের করে সেটা গলিয়ে বড় বোলের মত এক একটা পাটা তৈরি করছে যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এ  সকল অপরাধের কারণে তাকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি।