• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরের কালকিনিতে ১৫ বস্তা চালসহ আটক ১

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫বস্তা চাল উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ। শনিবার রাতে কালকিনি উপজেলার ডাসার থানাধীন উত্তর চলবল ও উত্তর শশিকর থেকে ৭শ’ ৫০ কেজি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া জানান, শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা চালের বস্তা পরিবর্তণ করা হচ্ছে এমন  খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত উত্তম সরকার ও প্রকাশ বাড়ৈ। পরে তার ঘরে তল্লাসী চালিয়ে ৩০ কেজির ৭বস্তা খাদ্য অধিদপ্তরের চাল উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর শশিকরে রবিবার দুপুরে আবারো অভিযান চালায় ডাসার থানা পুলিশ। এ সময় নবগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য উত্তম কুমার বিশ্বাসকে আটক করা হয়। তার ঘর থেকে উদ্ধার করা হয় ৩০ কেজি বস্তার আরো ৮ বস্তা সরকারি চাল। এছাড়া অভিযুক্ত বাকি দুইজন উত্তম ও প্রকাশকে ধরতে পুলিশের গোয়েন্দা টিম কাজ করছে বলে জানায় পুলিশের শীর্ষ কর্মকর্তারা।