• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে বই উৎসব অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

শিবচর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরের প্রায় মাধ্যমিকের ৮ লক্ষ ও প্রাথমিকের ২ লক্ষ বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন বুধবার সকালে বই উৎসবকে ঘিরে উপজেলার স্কুলে স্কুলে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা হই-হুল্লরে মেতে উঠে।
বুধবার সকালে পৌর এলাকার শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়। এরপর পৌর এলাকার নন্দকুমার ইনিস্টিটিউশন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল বিদ্যালয়ে দুপুর পর্যন্ত চলে বই উৎসব। বই উৎসব উদ্বোধন অনুষ্ঠানে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য মোসলেম উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মোল্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান,‘ উপজেলার ২১৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৫৬ টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়, ৩৯ টি মাদ্রাসায় এক যোগে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আমরা মাধ্যমিক ও প্রাথমিক মিলিয়ে প্রায় ১০ লক্ষ বই বিতরণ করেছি।