• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

তাপদাহ ছড়াচ্ছে ইউরোপ জুড়ে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

গেল কয়েকবছরের মধ্যে মঙ্গলবার ইউরোপের সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড হয়েছে, এদিন এ অঞ্চলের বিভিন্ন দেশে তাপমাত্রা উঠেগিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে। বিভিন্ন দেশের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবারও অনেক দেশে একই ধরনের তাপমাত্রা ছিল। দাবানলে পুড়ছে গ্রিস, স্পেইন এবং ইতালি; সেই সঙ্গে তাপদাহ ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে। ধীরে ধীরে এই দাবানলের কলেবর ছড়িয়ে পড়ছে ইউরোপজুরে। আর এরফলে গরম পরিস্থিতিকে আরও তীব্র হয়ে উঠছে। এরমধ্যে ফ্রান্স এবং যুক্তরাজ্যে তাপমাত্রা কিছুটা কমলেও গ্রিস, স্পেন ও ইতালিতে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। খবর বিবিসি।

বিবিসির খবরে বলা হয়েছে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আসা শুরু হয়েছে। তবে তাপদাহ ক্রমেই দেশটির উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আর সেই সঙ্গে জার্মানির নদীগুলো পানি স্বল্পতা পরিবহন ব্যবস্থাকেও ব্যাহত করছে।

প্রতিবেদনে বলা হয়, মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে হওয়া জলবায়ু পরিবর্তনের ফলেই তাপপ্রবাহ আরও ঘন ঘন, আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়েছে। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপমাত্রায় ইতোমধ্যেই প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং কোনও পদক্ষেপ না নেওয়া হলে এটা বাড়তেই থাকবে। এরই মধ্যে পর্তুগালে অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে ১ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে, যা স্পেনে অন্তত ৫০০।