• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

যুক্তরাষ্ট্রে গুলিতে তিন পুলিশ নিহত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ জুলাই ২০২২  

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় ওয়ারেন্ট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিন পুলিশ সদস্য। খবর বিবিসি। সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুন) এক ব্যক্তিকে ওয়ারেন্ট দিতে গিয়েছিলেন পুলিশ সদস্যরা।

পুলিশ জানিয়েছে, আমাদের দেখে একটি রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই নিহত হন তিন পুলিশ সদস্য। আহত হন আরও পাঁচজন। বৃহস্পতিবার ( ৩০ জুন) গভীর রাতে গুলিতে নিহত তিন পুলিশ সদস্য হলেন, ক্যাপ্টেন রালফ ফ্রেসার, ডেপুটি উইলিয়াম পেট্রি এবং জ্যাকব চ্যাফিনস।

অ্যাপালাচিয়ার পাহাড়ের ছোট শহর অ্যালেনের একটি বাড়িতে এ ঘটনার কয়েক ঘণ্টা পর ৪৯ বছর বয়সী ল্যান্স স্টর্জকে হেফাজতে নেয় পুলিশ।

স্টর্জকে আটকের পর পুলিশ জানায়, এ সময় জরুরি ব্যবস্থাপনার একজন কর্মকর্তা আহত হয়েছেন। আর পুলিশের একটি কুকুরও মারা গেছে।

ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট গেল শুক্রবার (০১ জুলাই) বিকেলে সাংবাদিকদের বলেন, রেসপন্ডিং কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তারা ‘পুরোপুরি নরকের’ মুখোমুখি হন।