• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কাতারে ২৮ জানুয়ারি থেকে বাংলাদেশি পণ্য প্রদর্শনী শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

কাতারের “দোহা এক্জিবিশন এন্ড কনভেনশন সেন্টারে (ডিইসিসি)” ২৮ জানুয়ারি থেকে তিন-দিন ব্যাপি বাংলাদেশি পণ্য প্রদর্শনী শুরু হবে।
বাংলাদেশ ফোরাম কাতার (বিএফকিউ) ও বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এই মেলার আয়োজন করছে।
এ উপলক্ষে কাতারের দোহারে ওরিক্স রোটানা হোটেলে আজ এক অনুষ্ঠানে বাংলাদেশি পণ্য প্রদর্শনীর আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হবে। গতকাল শনিবার এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিএফকিউ’র প্রতিষ্ঠাতা সভাপতি ইফতেখার আহমেদ বলেন, এই প্রদর্শনীতে বাংলাদেশি কোম্পানিগুলো তাদের পণ্য ও পরিসেবাসমূহ প্রদর্শন করতে পারবে।