• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চার পটাশিয়াম সমৃদ্ধ খাবার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ জুন ২০২১  

আমাদের মধ্যে অনেকেরই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। যা নিয়ন্ত্রণে রাখতে ওষুধ সেবন করে থাকেন। তবে ওষুধের পাশাপাশি এমন কিছু খাবার আছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এক্ষেত্রে পটাশিয়াম সমৃদ্ধ খাবার রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ সহায়ক।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণসহ বেশকিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে পটাশিয়ামের। তাই সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখতে পারেন পটাশিয়াম সমৃদ্ধ খাবার। চলুন তবে জেনে নেয়া যাক কিছু পটাশিয়াম সমৃদ্ধ খাবার সম্পর্কে-

আলু

সাধারণ এবং মিষ্টি আলু, এই দুই ধরনের আলুতেই পটাশিয়াম রয়েছে। যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

কমলার জুস

অনেকে সকালের নাস্তায় কমলার জুস পান করে থাকেন। এটি শরীরে ভিটামিন সি এবং পটাশিয়ামের জোগান দেয়। সুস্থতা বজায় রাখে।

বেদানা

পটাশিয়াম সমৃদ্ধ আরেকটি খাবার হচ্ছে বেদানা। এটি ফাইবার, প্রোটিন, ভিটামিন সি, কে এবং ফলিত সমৃদ্ধ। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমায়।

তরমুজ

গ্রীষ্মকালীন এই ফলে পানিতে ভরপুর। এটি হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। প্রচুর পটাশিয়াম থাকার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

ডাব

গরমে ডাবের পানি শরীর সতেজ রাখতে সহায়তা করে। কোমল পানীয়ের পরিবর্তে ডাবের পানি খেতে পারেন। এটি শরীর আর্দ্র রাখবে এবং পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম জোগান দেয়ার পাশাপাশি শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে সহায়তা করবে।