• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

অপারেশন থিয়েটারে রোগীকে ঘুষি মারলেন ডাক্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

চীনে অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার করার সময় রোগীকে ঘুষি মারার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে। এ অভিযোগের পর কর্তৃপক্ষ ঘটনা তদন্তে নেমেছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অপারেশন থিয়েটারে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চীন জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার পর হাসপাতালের প্রধান গ্রুপ এয়ার চায়না ওই ডাক্তারকে বরখাস্ত করেছে। বরখাস্ত করা হয়েছে হাসপাতালের সিইওকেও। যদিও ঘটনাটি ঘটেছে ২০১৯ সালে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, রোগীর চোখে অপারেশন করার সময় ডাক্তার রোগীর মাথায় ঘুষি মারেন। ওই ডাক্তার রোগীর সঙ্গে তিনবার এমন ঘটনা ঘটান।

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর গুইগাংয়ে এয়ার চীয়না হাসপাতালটি অবস্থিত। এখানে শুধু চোখের চিকিৎসা করা হয়।

এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ৮২ বছর বয়সী ওই নারীকে স্থানীয় অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। কিন্তু তাকে ঠিক মতো কাজ করেনি। ফলে অপারেশনের সময় সে বার বার মাথা এবং চোখ ঘুরাতে থাকেন।

ওই নারী স্থানীয় ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না। ফলে ডাক্তার কথা বলার সময় তিনি তাতে কোনো সাড়া দেননি। তার অবস্থা গুরুতর থাকায় ওই ডাক্তার দ্রুত অপারেশন করেছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় ওই নারীর কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

ওই নারীর ছেলে স্থানীয় মিডিয়ায় এ ঘটনা প্রকাশের পর পুরো চীন জুড়ে তোলপাড় শুরু হয়। শেষে ওই ডাক্তারকে বরখাস্তসহ ৫০০ ইউয়ান জরিমানা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নারীর ছেলে জানায়, তার মা বাম চোখে দেখতে পান না। ডাক্তার আঘাতের কারণে এমনটা হয়েছে কিনা তা জানা যায়নি।

ঘটনাটি ২০১৯ সালের হলেও গত সপ্তাহে এটি সবার সামনে এসেছে। চীনের সিসিটিভি এ ঘটনার ভিডিও শেয়ার করার পর তা চীন জুড়ে ভাইরাল হয়ে যায়।