• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

এবার মাহিয়া মাহির মুখোমুখি পূজা চেরি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২  

কাকতলীয় হলেও সত্যি ঢাকাই ছবির দুই শীর্ষ নায়িকা মাহিয়া মাহি ও পূজা চেরি ২১ টি করে হল নিয়ে মোটা ৪২ টি হলে মুখোমুখি হচ্ছেন।

শুক্রবার একই দিনে দেশের পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি নতুন ছবি। একটি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'যাও পাখি বলো তারে' অন্যটি ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত 'হৃদিতা'। যাও পাখি বলো তারে' ছবিতে নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি। আর হৃদিতাতে আছেন পূজা চেরি।

'যাও পাখি বলো তারে' সিনেমায় মাহিয়া মাহির বিপরীতে নায়ক হিসেবে আছেন  আদর আজাদ ও শিপন মিত্র। অন্যদিকে সরকারি অনুদান পাওয়া 'হৃদিতা' সিনেমায় পূজা চেরির বিপরীতে আছেন  এ বি এম সুমন ।

যাও পাখি বলো তারে' ছবিটিকে নিজের ক্যারিয়ারের সেরা ছবি হিসেবে মন্তব্য করেছেন মাহি। তিনি বলেন,  অসাধারণ একটি গল্পের ছবি এটি। সেটাকে পরিচালক এত সুন্দর করে উপস্থাপন করেছেন, প্রেক্ষাগৃহে গিয়ে সেটা টের পাবেন দর্শক। সব মিলিয়েই ছবিটিআমার ক্যারিয়ারের সেরা ছবি হবে বলে মনে হচ্ছে।

অন্যদিকে পূজা চেরিও সমকালকে জানালেন এমন গল্পের তিনি প্রথম অভিনয় করেছেন। আনিসুল হকের লেখা গল্পটি একটি জনপ্রিয় উপন্যাস। সে উপন্যাসটি পর্দায় যেনো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। পূজার ভাষ্য, 'সিনেমাটি সাহিত্যিক আনিসুল হকের উপন্যাস হৃদিতা অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমার গল্প খুবই হৃদয় ছোঁয়া। প্রথমবারের মতো কোনো সাহিত্য-নির্ভর সিনেমায় কাজ করেছি। আমার বিশ্বাস ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।'