• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

খিলগাঁও কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন ফকির আলমগীর

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীরকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে সমাহিত করা হবে। বিষয়টি নিশ্চিত করেন ফকির আলমগীরের ছোট ভাই ফকির সিরাজ।

তিনি বলেন, শনিবার বেলা ১১ টায় খিলগাঁওয়ের পল্লীমা সংসদে ফকির আলমগীরের প্রথম জানাজা হবে। এরপর সেখানকার মাটির মসজিদে বাদ যোহর দ্বিতীয় জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

শুক্রবার রাত ১০ টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীর। করোনা আক্রান্ত হলে ১৫ জুলাই হাসপাতালটিতে তাকে ভর্তি করা হয়।