• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

১৫ মিনিটেই সূচক বাড়লো ৭১ পয়েন্ট

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মঙ্গলবার লেনদেন শুরুর মাত্র ১৫ মিনিটেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৭১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও।

ডিএসইর তথ্যমতে, মঙ্গলবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির মাধ্যমে লেনদেন শুরু হয়। সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৮টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

ডিএসই জানায়, প্রায় সব খাতের শেয়ারের দাম বাড়ায় এদিন লেনদেনের প্রথম ১৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১২ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়েছে। এ সময় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৭২ লাখ ২৩ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থায় লেনদেন হয়। এ সময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৫২ লাখ ২৭ হাজার ৭৫১ হাজার টাকা।

৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে সিএসইতে। এর মধ্যে ২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৩টির ও ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।