• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে গ্রামীন সড়কে আলো ছড়াচ্ছে সৌরবিদ্যুতের সড়ক বাতি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

শিবচরে গ্রামীন সড়কে আলো ছড়াচ্ছে সৌরবিদ্যুতের সড়ক বাতি
 
শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
 
শিবচরের প্রত্যন্ত গ্রামের সড়কেও এখন শহুরে ছোঁয়া লেগেছে।
এক সময় শহরের রাস্তার পাশে সন্ধ্যা থেকে জ্বলতে দেখা যেতো নিয়ন বাতি। সারারাত পুরো সড়ককে আলোকিত করে রাখতো এ সড়কবাতি। এরপর উপজেলা শহরের পৌর এলাকা আলোকিত হতে থাকে সড়কবাতিতে। গ্রামের রাস্তাতেও যে এ সড়ক বাতি থাকবে সে ভাবনাও হয়তো ভাবেনি গ্রামের মানুষেরা। অথচ প্রত্যন্ত গ্রামের রাস্তার পাশে স্থাপন হচ্ছে সৌর বিদ্যুত চালিত সড়ক বাতি! সূর্যের আলো নিভে গেলে স্বয়ংক্রীয় ভাবে জ্বলে উঠা এ সড়কবাতিগুলো এখন বসানো হচ্ছে গ্রামের রাস্তার মোড়ে মোড়ে।
আলাপকালে দত্তপাড়া ইউনিয়নের বাজেহারচর এলাকার লিক্সন হাওলাদার বলেন, রাস্তার পাশে সড়কবাতি দেখতাম পৌর এলাকায়। গ্রামের রাস্তাতেও যে এ বাতি জ্বলবে তা কখনো চিন্তা করি নি। অথচ গ্রামের সড়কগুলোতে এখন সড়কবাতি বসানো হচ্ছে। গ্রামের রাস্তা আলোকিত হচ্ছে। এতে করে রাতে চলাচলের ক্ষেত্রে বেশ উপকার হচ্ছে গ্রামীণ মানুষদের।'
 
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গ্রামের সড়কের মোড়ে মোড়ে, বাজার, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থানে সড়কবাতি বসানোতে গ্রাম আলোকিত হচ্ছে। সন্ধ্যার পর থেকে সারারাত জ্বলতে থাকে বাতিগুলো।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত' এই স্লোগান নিয়ে উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলার ইউনিয়ন পর্যায়ে সড়কে সৌর বিদ্যুত চালিত স্বয়ক্রীয় এ বাতি বসানো হয়েছে। উপজেলা পরিষদের বাস্তবায়নে ও সোলার ব্রীজ এর রক্ষনাবেক্ষনে নিভৃত পল্লীর পথঘাট এখন আলোকিত! এ যেন শহুরে ছোঁয়া। এমন মন্তব্য গ্রামবাসীদের।