• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বরিশালে মাদকসহ গ্রেফতার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

বরিশালে ৩৮ বোতল ফেন্সিডিলসহ আটক হওয়া মহিউদ্দিন (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জজ টিএম মুসা সোমবার বিকেলে ওই রায় দেন। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড- প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সবুজ। রায় ঘোষণার সময় আসামী পলাতক থাকায় বিচারক গ্রেফতারী পরোয়ানা জরির নির্দেশ দেন। দন্ড-প্রাপ্ত মহিউদ্দিন বরগুনা জেলার উত্তর বড় লবনখোলা গ্রামের আবুল হাওলাদারের ছেলে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৫ নভেম্বর সকালে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ট্রাফিক বক্স এলাকা থেকে ওই যুবককে ফেন্সিডিলসহ আটক করে পুলিশ।

এ ঘটনায় ওইদিনই ট্রাফিক সার্জেন্ট শহিদুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। কোতয়ালী মডেল থানার এসআই একই বছরের ২৮ ডিসেম্বর মামলার চার্জশিট দেন। আদালতের বিচারক পাঁচজনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এই দন্ড- দেন।