• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

টাকা নিয়ে পুরানো প্রশ্ন ছড়িয়ে দিত ওরা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১  

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রটি সামাজিক মাধ্যমকে ব্যবহার করে পুরানো প্রশ্ন অর্থের বিনিময়ে ছড়িয়ে দিত ছাত্রছাত্রীদের মাঝে এমন দাবি করেছে ডিবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রির লোভনীয় বিজ্ঞাপন। যোগাযোগ করলে প্রশ্ন দেওয়ার লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হতো টাকা। টাকা দেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দিত প্রতারক চক্র।

এমন অভিযোগের ভিত্তিতেই দুজনকে পাবনা এবং নান্দাইল থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের ভুয়া আইডি কার্ডের সাহায্যে নিজেদের বোর্ড কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন প্রতারক চক্র।

সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছে প্রশ্ন  চান কি না। প্রশ্ন পেতে ইচ্ছুক কিনা এভাবে তারা অনেকের কাছ থেকে টাকা গ্রহণ করেছে।    

এ ব্যাপারে সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন থাকার আহবান জানিয়েছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, কেউ যদি অ্যাপস, মোবাইল ফোনের মাধ্যমে কাউকে বলে প্রশ্ন দিবো টাকা পাঠান, আপনারা কখনোই এ কাজটি করবে না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে প্রতারক চক্রের সদস্যরা।