• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

‘দু-একদিনের মধ্যে জবাব দেবে যুক্তরাষ্ট্র’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ মে ২০২১  

যুক্তরাষ্ট্রের কাছ থেকে করোনাভাইরাসের টিকা চেয়েছে বাংলাদেশ। আশা করা হচ্ছে, আগামী দু-একদিনের মধ্যে জবাব দেবে দেশটি। সোমবার (১৭ মে) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন, বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় রয়েছে।

শাহরিয়ার আলম বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী এক-দুদিনের ভেতর উত্তর পাওয়া যাবে। ইতোমধ্যে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, মার্কিন কোম্পানিগুলোর সহযোগিতায় এখানে টিকা উৎপাদন করা যায় না সেটা নিয়ে তারা আলোচনা করছে। তবে এটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা।